রাজধানী ঢাকার গণপরিবহন খাতে শুরু হতে যাচ্ছে এক নতুন ও আধুনিক অধ্যায়। দূষণমুক্ত, পরিবেশবান্ধব এবং নাগরিকবান্ধব পরিবহনের লক্ষ্যে রাজধানীতে চালু হচ্ছে বৈদ্যুতিক বাস। আসন্ন ১ জুলাই থেকে এই যুগান্তকারী প্রকল্পের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৬ মে) রাতে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান, “ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস। আগামী ১ জুলাই থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। শহরের গণপরিবহন সংকট সমাধানে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
উল্লেখ্য, এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসী পাবেন নির্ঝঞ্ঝাট, আধুনিক ও আরামদায়ক গণপরিবহন সুবিধা। বিশেষজ্ঞরা মনে করছেন, বৈদ্যুতিক বাস শুধু বায়ু দূষণ ও যানজট হ্রাসেই সহায়ক হবে না, বরং টেকসই শহর গঠনে ও নাগরিক জীবনের মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
ঢাকার জনজট ও পরিবেশ দূষণ দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যা। এই উদ্যোগ সেই সংকট উত্তরণের পথ খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নগর পরিকল্পনাবিদ ও পরিবহন বিশেষজ্ঞরা।