ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া সজিব পাম্প সংলগ্ন এলাকা থেকে এক তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধারকৃত তরুণীর নাম নুসরাত জাহান সাদিয়া (২১)। তিনি ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়া গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে বলে জানা গেছে।স্থানীয়রা জানান, বুধবার সকালে ওই তরুণীকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পড়ে থাকার কারণে, প্রাথমিকভাবে সঠিক কারণ জানা যায়নি, তবে স্থানীয়রা ধারণা করছেন, কোনো ধরনের খুন-জখমের ঘটনা ঘটেনি।