আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে এ আসনের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা এখন পর্যন্ত তেমন জমে উঠেনি তবে দলীয় প্রার্থীদের পোষ্টার লাগানো শুরু হয়েছে তবে তা চোখে পরার মতো নয় ।
এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন, এছাড়া নবম জাতীয় সংসদের এমপি স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন রানা প্লাজা ধসের পর থেকে তিনি অনেকটাই নিরব ছিলেন দীর্ঘ দিনের নিরবতা ভেঙ্গে এখন আবার তিনি রাজনীতির মাঠে প্রতীক পাওয়ার পর থেকে বিভিন্ন স্হানে পথ সভা করছেন ।
এ আসনে আরও এক স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ট্রাক প্রতীক তিনি বর্তমান ধামসোনা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান, সব মিলিয়ে ঢাকা উনিশ আসনে তৃমুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি ।
এ ছাড়া ও অন্যান্য দলীয় প্রার্থীদের মধ্যে মিলন কুমার ভঞ্জ, বাংলাদেশ কংগ্রেস (ডাব), নুরুল আমিন, গণফ্রন্ট (মাছ), মাহবুবুল হাসান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), আইরিন পারভীন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল), ইসরাফিল হোসেন সাভারী, এনপিপি (আম), মো. জুলহাস, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা), সাইফুল ইসলাম মেম্বার, বিএনএম (নোঙ্গর)।