আজ ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তজুমদ্দিন উপজেলার মুচি বাড়ির কোনার পূর্বপাশে অবস্থিত নিজামুদ্দিন মাস্টার সাহেবের বাড়িতে একটি দু*র্ধ*র্ষ চু*রি*র ঘটনা ঘটে।
নিজামুদ্দিন মাস্টার জানান, তিনি ও তার স্ত্রী উভয়েই স্কুলে চাকরি করেন। প্রতিদিনের মতো আজও তারা সকালে স্কুলে চলে গেলে, আনুমানিক সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই চু*রি*র ঘটনাটি ঘটে। চো*রে*রা বাড়ির ছাদের পাশে থাকা একটি গাছ বেয়ে ছাদে উঠে এবং ছাদের দরজার পাশের অংশ ভে*ঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর, ঘরের ভেতর থেকে একটি দা এবং সেলাই রেন্স নিয়ে স্টিলের আলমারি ভে*ঙে শুধুমাত্র স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে নিজামুদ্দিন মাস্টার জানান, কতটুকু স্বর্ণালংকার চু*রি হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তার কাছে বিভিন্ন ব্যক্তি নি*রা*প*ত্তা*র জন্য স্বর্ণালংকার রেখে যেতেন এবং তিনি সেগুলো সু*র*ক্ষি*ত*ভাবে সংরক্ষণ করতেন। তবে ঠিক কতটুকু স্বর্ণ চু*রি হয়েছে, তা তিনি এখনো নির্ধারণ করতে পারেননি।
চুরির ঘটনাটি সম্পর্কে তিনি তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছেন।