ভোলার তজুমদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে বহুল আলোচিত জিরা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
২২ অক্টোবর (বুধবার) ভোর রাতে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামে এ অভিযান চালান পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা।
তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান ও লেফটেনেন্ট জালাল আহমেদ তোরাগ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তাররা হলেন ওই গ্রামের রিয়াজ (৩৬), রাসেদ (২৫)
তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান জানান তাদের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় একটি অপহরন মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় তারা গরু, ছাগল ও ঘরবাড়ি চুরির একাধিক অভিযোগ থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে এই অভিযান চালানো হয়।