1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মোংলা বন্দরে কর্মচাঞ্চল্য বৃদ্ধির পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা ফুলবাড়ীতে আঞ্জুমানে ইত্তেহাদুল ওলামার কমিটি গঠন শ্রীমঙ্গলের হরিনছড়ায় সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে ৪ তরুণের মৃত্যু কিচক আইডিয়াল একাডেমি এসএসসি ফলাফলে উপজেলার সেরা প্রতিষ্ঠান অচল রাকসু নয়, দরকার সক্রিয় প্রতিনিধি পরিষদ’—নেতাদের কণ্ঠে প্রত্যাশা উলিপুরে সৌর বিদ্যুৎ নি‌য়ে বিপা‌কে দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা ডোমারে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রমের উদ্বোধন বরগুনায় শহীদ ৮ পরিবারকে জামায়াতের নগদ সহায়তা প্রদান লালমনিরহাট সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১কলেজ ছাত্রী নিহত,৪ কলেজ ছাত্রী আহত উজিরপুরে অস্ত্র ঠেকিয়ে সাংবাদিকের কাছ থেকে চেক ও টাকা ছিনতায়ের ঘটনায় আদালতে মামলা

তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশে Asian Business iconic Awards-2025 অর্জন করেছেন কুড়িগ্রামের যুবক মোহাম্মদ আরিফ বিন খন্দকার

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সম্প্রতি Best IT Solutions Provider-Asia পুরস্কারে ভূষিত হয়ে Asian Business iconic Awards-2025 অর্জন করেছেন কুড়িগ্রামের যুবক Service & Solution iT -এর চেয়ারম্যান মোহাম্মদ আরিফ বিন খন্দকার।

Asian Business Partnership Summit আয়োজনে গত শুক্রবার (২৭ জুন) Nepal Kathmondu, Crystal Pashupati Hotel এ এই সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করেন Ain Bahadur Shahi, Honorable Minister, Forest and Environment of Nepal.

মোহাম্মদ আরিফ বিন খন্দকার দাদা মোড় রেলগেট, হিঙ্গনরায় সরদার পাড়া এলাকার বাবা মৃত আফজাল হোসেন ও মা সাবিনা ইয়াসমিনের ছেলে। তার এই সম্মানজনক অর্জনে কুড়িগ্রামের বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন তার প্রতি শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তারই সাফল্যে কুড়িগ্রামবাসী অত্যন্ত গর্বিত  ও আনন্দিত।

জানা গেছে, ইতোপূর্বে তিনি Rising Youth Awards-2023 পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। কিন্তু তার পথচলা এতটা মসৃণ ছিল না। তিনি গত ২০০৬ সাল থেকে প্রযুক্তি ক্ষেত্রে বিচরণ শুরু করেন। এরপর তিনি Upwork এর ডিজিটাল মার্কেটপ্লেস এ দীর্ঘ ৬ বছর কাজ করেন। ২০১৫ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত তিনি এল.ই.ডি.পি (Learning & Earning Development Project) এর রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এবং ২০২০ হতে ২০২১ সাল পর্যন্ত তিনি ময়মনসিংহ বিভাগের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সালে তিনি পার্টনারশিপে মোঃ মিজানুর রহমান নামে এক ভদ্রলোকের সাথে আমেরিকায় ইবে ডটকম এ ইউএস পার্টস আইডি নামে ব্যবসা পরিচালনা শুরু করেন বগুড়া, রংপুর ও কুড়িগ্রামে তার শাখা অফিস রয়েছে।

এছাড়াও তিনি রংপুর ও কুড়িগ্রামে Service & Solutions IT নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। তার প্রতিষ্ঠানে বর্তমান ২১ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন। একদিকে যেমন তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করছেন অন্যদিকে তিনি বৈদেশিক রেমিট্যান্স আনার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। এবং পাশাপাশি তিনি কুড়িগ্রাম জেলাবাসীর জন্য বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছেন। কুড়িগ্রামে যুব কল্যাণ, তথ্য ও প্রযুক্তি সংঘ নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সংগঠনটি বিনামূল্যে প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি সহ আইটি ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই সংগঠনে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক বেকার যুবকদের কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে জানা গেছে।

মোহাম্মদ আরিফ বিন খন্দকার বলেন, এই অ্যাওয়ার্ড পেয়ে আমি খুবই আনন্দিত। তবে আইটি ক্ষেত্রে প্রশিক্ষিত যুব সমাজই পারে দেশের অর্থনীতিতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। যদি সরকারি সহযোগিতা পাওয়া যায় তাহলে আরো অনেক কিছু করা সম্ভব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com