রাজশাহীর তানোর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামবাংলার বিভিন্ন খেলাধুলা। উৎসব উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামবাংলার বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থী, শিক্ষক সাংবাদিকসহ নানান শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।