1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে যুবলীগের সভাপতি সহ গ্রেপ্তার ২ কালিয়াকৈরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নলছিটিতে ইয়াবাসহ যুবক আটক পদ্মা সেতুর রক্ষা বেরিবাদ ভাঙ্গনের কবলে পদ্মার গর্ভে প্রেম হয়ে যাচ্ছে রাজনৈতিক শক্তির দায়িত্ব হচ্ছে আত্মমর্যাদাশীল, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা : শিমুল বিশ্বাস নন্দীগ্রামে প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক পীরগঞ্জে জমি দখল ও গাছ কর্তনের মামলা করায় প্রতিপক্ষের আতঙ্কে গৃহ ছাড়া যাদের হাতে নিজ দলের নেতা কর্মী- নিরাপদ নয়, তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদ থাকবে ———–আলহাজ্ব মাসুদ সাঈদী যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক বানারীপাড়ায় বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে খেয়াল-খুশিমতো চলছে প্রাথমিক বিদ্যালয় এর পাঠদান

মোঃ শাহাজাহান আলী
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

রংপুর, তারাগঞ্জ উপজেলার হারিয়ালকুটি ইউনিয়নে খিয়ারডাঙ্গা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেয়াল-খুশিমতো চলছে পাঠদান কার্যক্রম।

আজ ৭ জুলাই ২০২৫ ইং সোমবার সকাল ৯ঃ৪০ মিনিটে বিদ্যালয়ের প্রধান ফটকে শিকল দিয়ে তালা ঝুলতে দেখা যায়, শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের নিচে থাকা সুরঙ্গ ও উপরে থাকা সূচালো লোহার রেলিং টপকে মাঠে প্রবেশ করে ।
শ্রেণিকক্ষে তালাবদ্ধ থাকার কারণে শিক্ষার্থীরা বারান্দায় ব্যাগ রেখে খেলাধুলা শুরু করে, এ সময় দেখা যায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯ টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও খোলেননি বিদ্যালয়ের মূল ফটকের তালা। শিক্ষার্থীদের কাছে ডেকে জিজ্ঞেস করলে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী জানাই বিদ্যালয়ের মূল গেটের তালা খোলা না থাকায় রাস্তায় দাঁড়িয়ে না থেকে আমরা সীমানা প্রাচীরের রেলিংয়ের উপর দিয়ে মাঠে প্রবেশ করি, মাঠে প্রবেশ করার সময় রেলিং এর লোহা দিয়ে আমার পা একটু কেটে যায়।
স্থানীয়রা অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষকরা তাদের নিজেদের খেয়াল- খুশি মতো বিদ্যালয় যাওয়া আসা করেন, এর ফলে এখানে ঠিকমতো ক্লাস হয় না,  এতে করে শিশুদের শিক্ষা নিয়ে চিন্তিত এলাকার অভিভাবকেরা প্রাথমিক বিদ্যালয় হতে বিমুখ হয়ে বাচ্চাদের কিন্ডারগার্ডেনে ভর্তি করাচ্ছেন।
বিদ্যালয়টির এমন চিত্র দেখে ছবি তুলতে গেলে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা, তারা খোভ প্রকাশ করে বলেন প্রতিটি শিক্ষকের বাসা বিদ্যালয় হতে তিন কিলোমিটারের মধ্যে, অথচ তারা নিজেদের খেয়াল খুশিমতো বিদ্যালয়ে যাওয়া আসা করেন।
স্থানীয় এক মহিলা বলেন বাচ্চারা রেলিং পার হতে গিয়ে অনেক বাচ্চার ক্ষয়ক্ষতি হয়, বিদ্যালয়টির এমন অবস্থা হওয়া শর্তেও সরকারের কোন লোকজন এখানে আসতে দেখি না।
এ অবস্থা  দেখে  ৯ঃ ৪৫ মিনিটে প্রধান শিক্ষক মোঃসুজালুর রহমানকে ফোন দিয়ে অপেক্ষার পর মোটরসাইকেল করে ১০ টার সময় বিদ্যালয়ের সামনে আসেন সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রদান ফটকের চাবি কার কাছে না থাকায় তিনিও শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় অপেক্ষা করেন,
১০ মিনিট পর আরেক সহকারি শিক্ষক আব্দুর রশিদ বিদ্যালয়ে আসে, তিনি এক শিক্ষার্থীকে অফিস কক্ষের চাবি দিলে দিলে ওই শিক্ষার্থী ও রেলিংয়ের উপর দিয়ে ভিতরে প্রবেশ করে, অফিসের তালা খুলে প্রধান ফটকের চাবি আনলে তারা ভিতরে প্রবেশ করেন, ভিতরে প্রবেশের ১৫ মিনিট পর একে একে অন্য দুজন সহকারি শিক্ষক রমজান আলী ও মাহাবুবা নাসরিন বিদ্যালয়ে আসেন।
দেরিতে আসার কারণ জানতে চাইলে সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানান বাড়িতে একটু ঝামেলা ছিল তাই স্কুলে আসতে দেরি হল,
সাড়ে দশটায় কেন বিদ্যালয়ে আসলেন জানতে চাইলে আরেক সহকারী শিক্ষক রমজান আলী জানান বাসায় গাভীর বাছুর হইল তাই আসতে দেরি হল।
বিদ্যালয়ের এমন অবস্থা জানতে চাইলে খিয়ার ডাঙ্গা সরকারি  প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সুজালুর রহমান জানান “অসুস্থ থাকায় আমি ছুটিতে ছিলাম “খবর পাওয়ার পর আমি ছুটি বাতিল করে বিদ্যালয়ে এসে  শিক্ষকদের নিয়ে স্টাফ মিটিং করেছি,এবং তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছি সেই সাথে অঙ্গীকারনামা নিয়েছি।

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভিয়া খান বলেন আমি  খিয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এ টি ও কে দায়িত্ব দিয়েছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com