দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নেতৃবৃন্দ।
রবিবার (১৩ জুলাই)সকালে মেডিকেল কলেজ ক্যাম্পাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ সমাবেশে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে ড্যাব নেতৃবৃন্দ বর্তমান সরকারের দমন-পীড়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন গুপ্তচর সংগঠনের সহায়তায় বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদ জানান। তারা বলেন, সরকারের ইন্ধনে জাতীয় নেতাদের সম্মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে, যা গণতন্ত্র ও মুক্ত মতপ্রকাশের পরিপন্থী।
এ সময় নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, তা নিশ্চিত করাটা এখন আমাদের অন্যতম কর্তব্য। বর্তমানে একটি চিহ্নিত গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। এ অপশক্তি কে রুখতে হবে। অন্যদিকে আওয়ামী ফ্যাসিস্ট শক্তির প্রেতাত্মারা নানা ছলচাতুরী করে আবারো জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করতে চাইছে, কিন্তু ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী চিকিৎসক সমাজ তা সফল হতে দেবে না।
তারা আরও বলেন, বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। যার বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তার জন্যই একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে কোনো অপপ্রচারে কাজ হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলে জানিয়ে
অবিলম্বে এই অপপ্রচার বন্ধ ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ ।
কর্মসূচিতে ড্যাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি ডাঃ মোঃ বদর উদ্দীন, সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদ হোসেন নাসিম, ড্যাব ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব ডা: সায়েম মনোয়ার,বিএমএ এর সাবেক সভাপতি ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক ডাঃ এ কে এম মুসা শাহীন, সিবিএমসিবি ড্যাব এর সভাপতি এম.এইচ.হাসান,মমেকহা ড্যাব এর সিনিয়র সদস্য ডাঃ এম.এম. রবিন, কোষাধ্যক্ষ ডাঃ শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ রতন,প্রচার সম্পাদক ডাঃ শওকত আলী, দপ্তর সম্পাদক ডা: সাদাব ইবনে শারাফাত সনিন,মহানগর দেবের যুগ্ন আহ্বায়ক ডা: রাফিউল আমীন খানসহ ড্যাবের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ চিকিৎসক সমাজের অনেকে উপস্থিত ছিলেন।