তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পীরগঞ্জে অসহায় মানুষের জন্য উষ্ণতার বার্তা নিয়ে আসা হলো। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সরকারি শাহ আব্দুর রউফ কলেজ মাঠে কয়েকশো শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এই মানবিক কর্মসূচিতে কম্বল তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর জেলা আহ্বায়ক ও পীরগঞ্জ-৬ আসনের মনোনীত প্রার্থী জনাব সাইফুল ইসলাম। বিতরণকালে তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে আছে। মানুষের সেবা করাই আমাদের রাজনীতির মূলমন্ত্র।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি জনাব মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন, এবং অঙ্গ সংগঠনের নেতারা। স্থানীয় জনগণের কাছে এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে।