বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আজ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাচপুর ইউনিয়নের কাচপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়েছে এক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি।
এই কর্মসূচিতে স্বশরীরে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর এবং বিএনপির নেতা এস এম অলিউর রহমান আপেল। তিনি সাধারণ পথচারী, রিকশাচালক, দোকানদারসহ সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন।
এসময় তিনি বলেন, “এই ৩১ দফা দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা।” তিনি আরও উল্লেখ করেন, “বিএনপি চেয়ারপারসনের নির্দেশে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় এই বার্তা পৌঁছে দিতে চাই।”
কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর মাঝে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। কর্মসূচিতে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এস এম অলিউর রহমান আপেল।