1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিটি ওয়ার্ডে হাজির হচ্ছেন মেয়র নিজেই: চট্টগ্রামে নির্মিত হচ্ছে সেকেন্ডারি ডাম্পিং স্টেশন গণঅভুত্থানে আহত ও শহিদদের স্মরণে বাগাতিপাড়ায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত ফ্যাসিবাদকে দুর করার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন ভাঙ্গায় প্রণোদণা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ রাবিতে খেলায় মারামারি নিয়ে বির্তক যেন পিছুই ছাড়ছে না কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক আটক রুহিয়া উচ্চ বিদ্যালয়ে সাত,জন শিক্ষক কর্মচারী বিদায় সংবর্ধন পাবনায় গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত বাসাইলে চার ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

তালতলীতে পিস্তলসহ সন্ত্রাসী আটক, সন্ত্রাসীর গুলিতে আহত ১

মোঃ শাহজালাল
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে
বরগুনার তালতলীতে সন্ত্রাসীর গুলিতে সগির হোসেন(৩৪) নামের এক ব্যক্তির পায়ে গুলি করেছে মাদক বিক্রেতা সন্ত্রাসী জাকির হোসেন। এতে পিস্তলসহ জাকিরকে (৪৫) স্থানীয়রা গনধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সগির হোসেন উপজেলার বড়পাড়া এলাকার মন্নান হাওলাদারের ছেলে। মাদক বিক্রেতা ও সন্ত্রাসী জাকির উপজেলার এইক এলাকার ময়জদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেন এলাকায় বিভিন্ন সময় ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছে। ঐ এলাকার সগির হোসেনসহ এলাকাবাসী মাদক বিক্রিতে বাধা দেয়। এই জের ধরে ২৫ নভেম্বর সকালে সগির হোসেনের ভাই কবির হোসেন ঐ এলাকার একটি দোকানে চা খেতে আসেন। এ সময় মাদক বিক্রেতা জাকির হোসেন কবিরকে দেখে গালিগালাজ শুরু করেন। এক পর্যায় মারধর করেন।এই বিষয়টি কবিরের ভাই সগিরকে জানান তিনি ঘটনাস্থলে আসলে জাকিরকে বিষয়টি জিজ্ঞেস করলে তার সাথে থাকা নাইন এমএম পিস্তল দিয়ে সগিরের পায়ে ৫ রাউন্ড গুলি করেন। এতে সগির হোসেন মাটিতে লুটিয়ে পরেন। গুলির শব্দ শুনে স্থানীয় জনতা জাকির হোসেনকে অস্ত্রসহ আটক করে গনধোলাই দেয়। পরে পুলিশকে খরব দিলে ঘটনাস্থলে পুলিশে এসে আহত সগিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। একই সাথে গনধোলাইয়ে আহত ৯ এমএম পিস্তল,৭ রাউন্ড গুলিসহ জাকিরকে আটক করে পুলিশ হেফাজতে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় আরও অস্ত্র সন্দেহে জাকিরের মাদকের আড্ডা খানায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে একটি দেশী অস্ত্র উদ্ধার করেন।
তালতলী থানার ওসি (তদন্ত) মো. ইমরান আলম বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ মাদক বিক্রেতা ও সন্ত্রাসী জাকিরকে আটক করি। ছগিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন জাকির চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com