1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া শিবগঞ্জ মোকামতলায় ৮ কেজি গাজাঁসহ ২ গাজাঁ ব্যবসায়ী গ্রেফতার গাজীপুরের কা‌শিমপুরে দুর্গা পূজার প্রতীমা ভাংচু‌র করল দুর্বৃত্তরা কালীগঞ্জ উপজেলা প্রশাসনের ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ যে সীমান্তে প্রাণ গেছে ফেলানীর সেই সীমান্তে অতন্দ্র প্রহরীর চাকরি পেলেন তার ছোটভাই প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্র অপহরণের ঘটনায় দুই আসামিকে দুইদিনের রিমান্ড মঞ্জুর সুনামগঞ্জ পৌর শহরের উকিল পাড়া সড়কের বেহাল দশা চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মদ তৈরির উপকরণ উদ্ধার ভূরুঙ্গামারীতে ছাত্রলীগের সাবেক নেতা ও সহকারী শিক্ষক নিয়ামুল আরিফ গ্রেফতার নিয়ামতপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত দুমকীতে স্কুলপথে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

তৃতীয়বারের মতো জাপানে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন গণ বিশ্ববিদ্যালয়ের গবেষকও শিক্ষক মো: মোখলেছুর রহমান

Md. Abdullah
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮৬ বার পড়া হয়েছে

গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক মো: মোখলেছুর রহমান তৃতীয়বারের মতো জাপানে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা উপস্থাপন করতে যাচ্ছেন। আগামী ১০-১৩ এপ্রিল ২০২৫ তারিখে জাপানের প্যাসিফিকো ইয়োকোহামায় অনুষ্ঠিতব্য ৪র্থ আন্তর্জাতিক রেডিওলজিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি (ICRPT) সম্মেলনে তিনি তার গবেষণা উপস্থাপন করবেন।

তার গবেষণার বিষয় “৫০ kVp উচ্চ ডোজ রেট (HDR) ইলেকট্রনিক ব্রাকিথেরাপির সুরক্ষা নিরীক্ষণ ও গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে কমিশনিং”, যা সম্মেলনে মৌখিক প্রেজেন্টেশন হিসেবে গৃহীত হয়েছে। এটি বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ গবেষণা হিসেবে বিবেচিত হচ্ছে। এবারের সম্মেলনে শুধু মোখলেছুর রহমানই নন, তার সঙ্গে আরও তিনজন বাংলাদেশি গবেষক অংশ নিচ্ছেন। তারা হলেন: হারুনুর রশিদ – মেডিকেল ফিজিসিস্ট, বিএসএমএমইউ (BSMMU)। মো: হাফিজুর রহমান – সিনিয়র মেডিকেল ফিজিসিস্ট, গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নিকাশ কান্তি নাথ – মেডিকেল ফিজিসিস্ট, গণস্বাস্থ্য ক্যান্সার সেন্টার, ঢাকা। তাদের গবেষণাও সম্মেলনে উপস্থাপন করা হবে, যা বাংলাদেশের গবেষণা খাতের জন্য একটি বড় অর্জন। মোখলেছুর রহমান এর আগে ২০১৯ সালে JSMP ট্র্যাভেল অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন, যেখানে তিনি জাপান সোসাইটি অব মেডিকেল ফিজিক্সের (JSMP) ১১৭তম বৈজ্ঞানিক সভায় ওরাল স্পিকার হিসেবে আমন্ত্রিত হন। এছাড়া তিনি Varian Scholarship (২০১৬) এবং Elekta Travel Award (২০১৬)-এর মতো সম্মাননাও পেয়েছেন। সম্মেলনের আয়োজক কমিটির চেয়ার ড. এইসুকে সাতো ও ড. চিয়ে কুরোকাওয়া স্বাক্ষরিত এক চিঠিতে তার গবেষণা প্রবন্ধ গৃহীত হওয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এই সম্মেলনে বাংলাদেশের গবেষকরা অংশগ্রহণ করায় আন্তর্জাতিক পর্যায়ে দেশের মেডিকেল ফিজিক্স ও ক্যান্সার চিকিৎসা খাতের অগ্রগতি প্রতিফলিত হবে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের গবেষণা ভবিষ্যতে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে। গণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোখলেছুর রহমান এবং গবেষণা দলের অন্যান্য সদস্যদের এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে যে তারা ভবিষ্যতেও আরও বড় পরিসরে গবেষণায় অবদান রাখবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com