বগুড়া গাবতলীতে “পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি ” এই স্লোগান কে বাস্তবায়ন করার লক্ষ্যে “তোমাদের জন্য ‘আর্থ সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের আওতায় অদ্য ৯ জুলাই ২০২৫ বেলা ১১ঘটিকায় গাবতলী পৌর সভাধীন তরফভাই খাঁ চৌরাস্তা মোড়ে বৃক্ষ রোপন করেছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, গাবতলী পৌর বিএনপি সাধারণ সম্পাদক, গাবতলী উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহিম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন “তোমাদের জন্য” নির্বাহী পরিচালক প্রভাষক হামিদুল হক শিলু পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম জুয়েল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন বুলবুল, সংস্থার ব্যবস্থাপনা পরিচালক শাহিদুল আলম তুষার কো-অডিনেটর আবু নাসের ভোটো, পৌর বিএনপি নেতা রকেট, বগুড়া জেলা যুবদল নেতা সাব্বির হোসেন ও আব্দুল আলীম শাওন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন যুবদল নেতা শহিদুল ও বাবু ছাত্রদল নেতা আব্দুল গনি ও যুগ্ম সম্পাদক ফজলে রাহী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।