রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিলয় বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, নিলয়ের একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই চোখ দিয়ে ভবিষ্যতে দেখার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
চিকিৎসকরা জানিয়েছেন, নিলয়ের চোখে অপারেশন করতে হবে। তবে অপারেশনের পরেও তার ক্ষতিগ্রস্ত চোখ দিয়ে স্পষ্টভাবে দেখার সম্ভাবনা মাত্র ১%, যদিও সামান্য ঝাপসা দেখতে পারে। চিকিৎসক আরও জানিয়েছেন, অপারেশন না করালে নিলয়ের ভালো চোখেও ভবিষ্যতে সংক্রমণের ঝুঁকি থেকে যাবে, যার সম্ভাবনা প্রায় ৬০%।
নিলয়ের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকের বরাতে মারুফ হাসান রিফাত খান জানান, “আমরা জানতে চেয়েছিলাম ওর ক্ষতিগ্রস্ত চোখ পুরোপুরি সুস্থ করার কোনো উপায় আছে কি না। কিন্তু ডাক্তার জানিয়েছেন, কোনো উপায় নেই।”
তিনি আরও বলেন, “জানিনা এরপর আর কী বলা উচিত। কিন্তু ছেলেটার এই অপূরণীয় ক্ষতির দায় আমরা কোনোদিন এড়িয়ে যেতে পারবো না।”
উল্লেখ্য, সোমবার (১৩ অক্টোবর) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে নিলয়ের অবস্থা ছিল সবচেয়ে গুরুতর। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং মার্কেটিং বিভাগের ৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।