1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইউএনও’র উদ্যোগে নজর কেড়েছে ভালুকাবাসীর মিথ্যা তথ্য সরবরাহ ও সংবাদের মাধ্যমে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সোহাগ হত্যার বিচার দাবি জামায়াতের, বরগুনায় পরিবারকে সমবেদনা জানালেন জেলা আমীর ১৯শে জুলাই ঢাকায় সমাবেশ উপলক্ষে গনসংযোগ করে ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামি আমাদের শহর আমরাই পরিষ্কার রাখব এই স্লোগানে সি/বি/পি ক্লিন-আপ ড্রাইভ -২০২৫ অনুষ্ঠিত হয় কক্সবাজারে ফরিদগঞ্জের সাফুয়া গ্রামে কৃষি জমি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার লাখাইয়ে বিষ পানে গৃহবধূর মৃত্যু কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান ভোলা জেলা পুলিশের অপরাধ সভা অনুষ্ঠিত

ত্রিশালে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Arif Robbani
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে  প্রেমের ফাঁদে ফেলে স্কুলপড়ুয়া এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি এক বখাটে যুবকের বিরুদ্ধে । এ ঘটনায় ওই বোন বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার দেখা দিয়েছে। অপরদিকে দুই পরিবারের মাঝে টান-টান উত্তেজনা বিরাজ করছে।
অভিযুক্ত জিয়াউল ইসলাম তাসিন উপজেলার
রামপুর ইউনিয়নের চকরামপুর পালপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে। সে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। ওই কিশোরী একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
অভিযোগে জানা যায়, ধর্ষণের শিকার তাকমিনা সদ্য অনুষ্ঠিত ২০২৫ সালে এস. এস.সি পরীক্ষার্থী ছিলো। এর আগে তাকমিনা এসএসসি পরীক্ষার পুর্বে  স্কুলে আসা-যাওয়ার সময় পার্শ্ববর্তী বাড়ীর ইয়াসিন আলীর ছেলে জিয়াউল ইসলাম তাসিন প্রায়ই রাস্তা ঘাটে বিরক্ত করত। একপর্যায়ে প্রেমের প্রস্তাব দেয়। এতে তাকমিনা তার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করলে নিয়মিতই তাকে যৌন হয়রানি করাসহ বিভিন্নভাবে বিরক্ত করতো তাসিন। তাসিনের এমন কর্মকান্ড  তাকমিনা প্রথম দিকে মুখ বুঝে সহ্য করে এক পর্যায়ে সহ্য করতে না পেরে তার পরিবারকে বিষয়টি জানায় তাকমিনার পরিবার তাসিনের পরিবারকে বিষয়টি জানালে উভয় পক্ষে বিষয়টি সাবধানতার মধ্যস্থতায় কিছুদিন তাকমিনার চলাচলে কোন ধরনের অসুবিধা হয়নি। কিন্তু তাসিন নাছুরবান্দা পুনরায় তাকমিনাকে রাস্তাঘাটে স্কুলে বিরক্ত করতে শুরু করে। এক পর্যায়ে অবুঝ তাকমিনা তাসিনের প্রেমে পরে যায়। শুরু হয় দুজন দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ, লুকিয়ে সময় কাটানো। শুরু হয় প্রেমের গভীরতা চলতে থাকা প্রেমের গভীরতায় প্রেমিক/তাসিন প্রেমিকা তাকমিনাকে আকার ইঙ্গিতে খারাফ প্রস্তাব দেয় তাকমিনা তাসিনের প্রস্তাব প্রত্যাক্ষাণ সহ বিরক্তাবোধ সহ তাসিনকে ঘৃণার চোখে দেখতে থাকে তাসিন বিষয়টি বুঝে পুনরায় তাকমিনার সাথে ভাল ব্যবহার সহ- প্রেমআলাপন চলতে থাকে। কয়েকবার তাকমিনাকে তাসিন বিয়ের প্রস্তাব দিলে তাকমিনা বয়স কম পরিবার মেনে নেবেনা বলে তাসিনকে অপেক্ষা করতে বলে। উল্লেখ্য যে স্বর্নাট্য পরিবারের সন্তান তাসিন বাবা, চাচারা ইটালী প্রবাসী অর্থ সম্পদ বাড়ীঘর যেন অন্য রকম অপরদিকে তাকমিনার পরিবার মধ্যবিত্ত তাসিনের পরিবারের তুলনায় তাকমিনার পরিবার নগন্য। তাই দুই পরিবারে বিষয়টি জানা জানি হলেও কেউ কাউকে মানতে না পারায় অনেক বার দুই পরিবারের সাথে কথা বার্তা সহ আলোচনা সমালোচনা সহ পারিবারিক দন্ধও হয়েছে বলে জানা যায়। পরিবারের মধ্যে আত্মদন্ধ থাকলেও তাসিন তাকমিনায় প্রেমভালবাসা চলতেই থাকে। থানায় অভিযোগের উল্লেখ পূর্বক জানাযায় তাকমিনা তার বড় বোন আফরিনা আক্তার এর গফাকুড়ি মোড়স্থ বাসায় বেড়াতে আসে। এসময় তাসিন তাকমিনাকে ফোন করে বাসায় আসে এবং পাশের খালি রুমে তাকমিনার সাথে কথা বলার জন্য নিয়ে যায় এবং তাসিন দরজা বন্ধ করে তাকমিনার সাথে কথা বলতে থাকার এক পর্যায়ে তাকমিনার সাথে শারীরিক সম্পর্কের চেষ্টা চালায়। এতে ওই কিশোরী বাধা দিলে পরে জোরপূর্বক  ধর্ষণ করে এক পর্যায়ে তাকমিনা চিৎকার দিলে পাশে থাকা, তার বোন ও বাড়ীর মালিক আসলে তাসিন পিছনের দিক দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময়  এ ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে যায় তাসিন। বিষয়টি জানাজানি হয়ে গেলে পারিবারিক ভাবে মিট অর্থাৎ বিয়ে পড়িয়ে দেওয়ার প্রস্তাব আসলে তাসিনের পরিবার এটি কে কোন ভাবেই মেনে নিতে পারেনি। গ্রামে দেন-দরবার, শালিশির মধ্যে কোন কাজ না হওয়ায় তাকমিনার বড় বোন আফরিন আক্তার গত ০৯/০৯/২০২৪ইং তারিখে ত্রিশাল থানায় বিষয়টি উল্লেখ্য পূর্বক, অভিযোগ   দায়ের করেন। অভিযোগ তদন্ত পূর্বক থানায় মামলা হয় মামলা নং-০৭ নারী ও শিশু নির্যাতন সংশোধীত আইনের ধারায়। শুরু উভয় পক্ষ্যের মামলা মোকাদ্দমা-বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। বর্তমানে তাসিন অন্য প্রেমিকাকে বিয়ে করে বাড়ীতে আনায় নতুন করে শুরু হয় ঘটনার সূত্রপাত।
ওই কিশোরীর বোন বলেন, আমার ছোট বোনকে যে সর্বনাশ করেছে তার বিচার চাই। আর কিছু চাই না।
তবে ঘটনার প্রায় ১০মাস অতিবাহিত হলেও আসামীর বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় আসামী পক্ষরা বাদী পক্ষদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে বলেও দাবী  বাদী পরিবারের।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com