দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে।মাল বাজার থেকে বকাউল কান্দি।
যাওয়ার মূল সড়কে (আবুল তাতির বাড়ির সংলগ্ন) একটি বেলি ব্রিজ করার হয়েছে।
সাবেক চেয়ারম্যান শাহজালাল মালের সময়ে।
বর্তমানে বেলি ব্রিজটি মরিচা দরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
গত পাঁচ মাস আগে থেকেই বৃষ্টি চলার অনুপযোগী হয়ে উঠেছে।
পাঁচ মাস আগে নিউজ করার পরেও এখন পর্যন্ত ব্রিজ টি কারোণ নজরে আসেনি।
যদিও নূর মোহাম্মদ দর্জি ঘোষণা দিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত কাজ হয়নি।
স্থানীয় লোকজন বলেন অচিরে ব্রিজ টি ভেঙে পড়বে।
গর্তে দুর্ঘটনা ব্রিজ টির কারণে কেউ যদি এক্সিডেন্ট করে বা হয় এর দায়ভার কে নিবে।
সুতরাং অতি শীঘ্রই ব্রিজ সংস্কার করার অনুরোধ করছে না স্থানীয় লোকজন।
সম্মানিত জেলা উপজেলা কর্মকর্তা বৃন্দ আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে অত্যি শীঘ্রই এই ব্রিজটার কাজ সংস্কারের জন্য আবেদন জানাচ্ছি