গভীর রাতে চুরির উদ্দেশ্যে একটি বাড়িতে ঢুকে পড়া এক চোর স্থানীয়দের হাতে ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, আজ ভোররাতে আনুমানিক ৩টা ৪০ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি গোপনে এক বাসায় প্রবেশ করে চুরি করার চেষ্টা করে। ঘরের মালিকের সন্দেহ হলে তিনি চিৎকার শুরু করেন, এতে প্রতিবেশীরাও ছুটে আসেন এবং তৎপরতার সঙ্গে চোরকে আটক করতে সক্ষম হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে চোরকে হেফাজতে নেয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন এবং রাতের পাহারা জোরদার করার উদ্যোগ নিচ্ছেন বলে জানান।