1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুমকিতে তরুণ মাইনুলের অনুপ্রেরণামূলক গল্প,পড়াশোনার পাশাপাশি সবজি চাষে সফল্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে “শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশন” এর আত্মপ্রকাশ শায়েস্তাগঞ্জে পুলিশের হাতে ৭০ কেজি গাঁজা উদ্ধার ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন বৈষম্যের শিকার আকণ্ঠধারী শিক্ষকগণ সিদ্ধান্তে অনড় হবিগঞ্জের ৩৮ তরুণকে নিয়ে ইতালী যাওয়া নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ জয়পুরহাটে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি পালন দিনাজপুরের বোচাগঞ্জে পৌর আওয়ামী লীগ নেতার দখলে সরকারি জমি! প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে প্র কাউখালীতে স্বপ্নসারথি গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত শেরপুরে সড়ক দুর্ঘটনা রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক নিহত

দলের অবস্থান নিয়ে অসন্তোষের কারণে জয়পুরহাটে এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

Masum Reza
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে
দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে অসন্তোষের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন। সোমবার বিকেলে তিনি দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে ফিরোজ আলমগীর লিখেছেন, “সম্প্রতি এনসিপির বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্ত বিপ্লবের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি আমার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী।”
তিনি আরও উল্লেখ করেন, “আমি আশা করেছিলাম, বিপ্লব-পরবর্তী সময়ে এনসিপি নতুন ধারার রাজনীতি শুরু করবে। কিন্তু বর্তমানে দলটি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করেছে, যা আমাকে গভীরভাবে মর্মাহত করেছে।”
দলের প্রতি আহ্বান জানিয়ে ফিরোজ আলমগীর বলেন, “আন্দোলনের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের ত্যাগকে শ্রদ্ধা জানিয়ে জেলা পর্যায়ের জনমতের ভিত্তিতে কাজ করা উচিত। শুধুমাত্র কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তনির্ভর রাজনীতি পরিহার করে মাঠ পর্যায়ের মতামতকে গুরুত্ব দিতে হবে।”
তিনি পদত্যাগপত্রে আরও উল্লেখ করেন, “বর্তমান প্রেক্ষাপটে আমি এনসিপির কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না। তাই পদ ও দলের সব কর্মকাণ্ড থেকে পদত্যাগ করছি।”
সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে ফিরোজ আলমগীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আমি কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছি এবং তাতে পদত্যাগের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করেছি।”
এনসিপির জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বলেন, “আমি জানতে পেরেছি জেলার প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com