কুড়িগ্রামের নাগেশ্বরী কচাকাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) কেদার ইউনিয়ন বিএনপি ও কচাকাটা থানা সাংগঠনিক কার্যালয়ে কেদার ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের সকল সদস্যদের নিয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। কেদার ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারীর সভাপতিত্ব উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী,যুবদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সেচ্চাসেবক দলের সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক রইছুল ইসলাম,কৃষক দলের যুগ্ন আহবায়ক নুর মোহাম্মদ মহৎ,সাজের আলী মন্ডল,মদিনা ব্যাপারী,ছাত্রূলের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মজনু,সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বিএনপির নবগঠিত নাগেশ্বরী উপজেলা আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী কমিটিগুলোতে ফ্যাসিষ্ঠসহ দলে অনুপ্রবেশ ঠেকিয়ে কমিটিতে পরিক্ষিত কর্মীদের মূল্যায়ন করার আহবান জানিয়ে ব্যতিক্রম কিছু ঘটলে দলীয় স্বার্থ ও শান্তি শৃঙ্খলা রক্ষা এর বিরুদ্ধে কঠিন আন্দোলন করবেন বলে তারা প্রতিশ্রুতিবদ্ধ হন। এসময় বিএনপি কচাকাটা থানা সাংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।