রহমতপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মুক্তাগাছা-ময়মনসিংহ গামী যান চলাচল বন্ধ করে দিয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু করে, যার ফলে ময়মনসিংহ-মুক্তাগাছা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন সমস্যার কোনো সুষ্ঠু সমাধান হয়নি। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে নামতে বাধ্য হয়েছেন। সড়ক অবরোধের ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকে বিকল্প রাস্তা ব্যবহার করলেও যানজট এবং দেরিতে গন্তব্যে পৌঁছানোর কারণে ক্ষোভ প্রকাশ করছেন। জরুরি সেবা প্রদানকারী যানবাহন চলাচল নিয়েও সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখন ও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।