1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

দিনাজপুরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

ইফতেখার আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

উত্তরের  দিনাজপুর। বর্তমানে এ জেলা দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। অতিরিক্ত শীতে কাবু হয়ে পড়েছে মানুষ। সরকারি নির্দেশনা অনুযায়ী দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে স্কুল বন্ধ থাকার কথা। সে অনুযায়ী জেলার ফুলবাড়ী উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল গুলো দুইদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (২২ জানুয়ারী) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুর জেলায়। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

দিনাজপুর আবহাওয়া অফিস সুত্রে জানাগেছে, সোমবার জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে তাপমাত্র কমে যাওয়ায় সোমবার (২২ জানুয়ারী) জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় আগামী দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন স্বস্ব জেলা শিক্ষা কর্মকর্তা।সোমবার উপজেলা প্রাথমকি শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরাঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় প্রচন্ড ঠান্ডার কারণে অনেক শিশু অসুস্থ্য হয়ে পড়ে অপরদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর আলম জানান, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ২৩ ও ২৪জানুয়ারী দুইদিন ছুটির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জেলা শিক্ষা কর্মকর্তা এ ঘোষনা দিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com