দিনাজপুরে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝুঁকিপূর্ণ কর্মজীবী শিশুদের স্কুলমূখিকরণ ও পূর্ণবাসণের লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া অফিস।শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) সকাল ১১টায় দিনাজপুর শহরের সুইহারিস্থ এনজিও ফোরাম মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বিষয়ের উপর আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া অফিসের শিশুশ্রম নিরসণ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা তাপস দাস।মতবিনিময় সভায় জানানো হয়, দিনাজপুরে তুলনামূলক শিশু শ্রমিক কম। দিনাজপুর জেলায় ১৯৮৮ জন শ্রমজীবী শিশুকে বাছাই করা হয়। এদের মধ্যে ৯৮০ জন শিশুকে প্রশিক্ষণ দেয়া হয়েছে, ২৬৯ জন শিশুকে স্কুলে ভর্তি করা হয়েছে,২৩০ জন শিশুর পরিবারকে বিকল্প আয়ের ব্যবস্থা করার লক্ষ্যে গরু, ছাগল ও রিক্সাভ্যান প্রদান করা হয়েছে। এছাড়া অন্যান্য প্রশিক্ষিত শিশুদের যোগ্যাতা অনুযায়ি কর্মসংস্থানের ব্যবস্থা হযেছে।সভায় ঝুঁকিপূর্ণ কর্মজীবী শিশুদের স্কুলমূখিকরণ ও পূর্ণবাসণের লক্ষ্যে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।মতবিনিময় সভায় সাংবাদিক সালাহ উদ্দীন আহমেদ, বেলাল হোসেন জয়, আবুল কাশেম, রেজাউল করিম, মাহবুবুল হক খান, খাদেমুল ইসলাম, তনুজা শারমিন তনুুসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।