দিনাজপুরের আমের খ্যাতি দেশজুড়ে। তবে এবছর বাজারে আমের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন এ জেলার হাজারো আমচাষি। মৌসুমের শুরুতে ভালো ফলন হলেও দাম না থাকায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।
চাষিদের অভিযোগ, প্রতিমণ আম বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকায়, যেখানে গত বছর একই আম বিক্রি হয়েছিল 2000 থেকে 2200 টাকায়। এতে উৎপাদন খরচও উঠছে না তাদের।
দিনাজপুর জেলা বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের চাষি মোঃ আফিজুল ইসলাম বলেন, “ফলন ভালো হয়েছে, কিন্তু দামে মরেছি। এত খরচ করে যদি লাভই না হয়, তাহলে আগামীতে আর আম চাষ করবো না।”
কৃষি অফিস বলছে, বাজারে সরবরাহ বেশি, পাশাপাশি সংরক্ষণ ও সরাসরি বিপণনের ব্যবস্থা না থাকায় দাম পড়তি। বিশেষজ্ঞরা মনে করছেন, কৃষককে বাঁচাতে সরকারিভাবে হিমাগার, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহের ব্যবস্থা জরুরি