1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিক্রয়ের প্রতিবাদ বিক্ষোভ মানববন্ধন পতিত ফ্যাসিস্ট সরকারের সময় দেশে ওয়াজ-মাহফিলেও বাধা ছিল: ভুলু রাবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ বরগুনায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে আ’লীগের গোপন শপথ সরকারের উপদেষ্টাদের মধ্যে আওয়ামী দোসরদের বের করে জেলে দিন- জামালপুরে এম রশিদুজ্জামান মিল্লাত রাজশাহীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৬ ১‘শ রাউন্ড গুলিসহ রায়পুরাতে এক যুবক গ্রে-প্তা-র কমলনগরে মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ, নিরাপত্তাহীনতায় পরিবার বারহাটায় উন্নত মানের ফল ও সবজি উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণ দেবীর দলীয় নেতা কর্মী নিয়ে দুই কিলোমিটার রাস্তা সংস্কার করলেন জামায়াত নেতা

দিনাজপুর, বিরল উপজেলায় দাদন ব্যবসায়ী কর্তৃক লাঞ্চিত হয়ে মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষক আত্মহত্যার প্ররোচনাকারীর বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ইরফান আলী
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২ বার পড়া হয়েছে

বিরলে দাদন ব্যবসায়ী কর্তৃক লাঞ্চিত হয়ে মাধ্যমিক স্কুলের এক সহকারি শিক্ষক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বহবলদীঘি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলিমুল ইসলাম গত ৪ ডিসেম্বর শয়ন ঘরের বর্গার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শিক্ষক আমিনুল ইসলাম একজন ভদ্র নম্র প্রকৃতির লোক ছিলেন। তাঁর এ অকাল মৃত্যু সহকর্মীবৃন্দ সহ এলাকার কেউ মেনে নিতে পারছে না। তাঁর সহকর্মীরা এবং এলাকার অনেকে শিক্ষক আলিমুল ইসলামের এ অকাল মৃত্যুর কারণ খুঁজতে শুরু করে জানতে পারেন, বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের দাদন ব্যবসায়ী ফারুক হোসেনের কাছ থেকে ১ লাখ টাকা নিয়েছিলেন আলিমুল। মাসিক ১০ হাজার টাকা দাদন বাবদ দীর্ঘ প্রায় ৭ বছর যাবৎ পরিশোধ করে আসছিলেন শিক্ষক আলিমুল। কিন্তু ২ ছেলের লেখাপড়ার খরচসহ অভাবের তাড়নায় গত কয়েক মাস যাবৎ দাদনের টাকা দিতে না পারায় ফারুক হোসেন কর্তৃক পথিমধ্যে শিক্ষক আলিমুল ইসলামকে আটক করে শারীরিকভাবে লাঞ্চিত করা হলে ক্ষোভে লজ্জায় আলিমুল ইসলাম আত্মহত্যা করতে বাধ্য হয়। মৃত্যুর দিনেও আলিমুল ইসলামের মুঠোফোনে ফোন দিয়ে দাদন ব্যবসায়ী হুমকী প্রদান করে। এসকল বিষয় পরিবারের জানতে খানিকটা সময় লাগে। আলিমুল ইসলামের দাফন কাফনের পরে হলেও প্রকৃত সত্যটা পরিবারের নিকট চলে আসে এবং জানতে পারে সহকর্মীরাও। তাই মঙ্গলবার দুপুরে বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটসহ বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্যজোট নেতৃবৃন্দ মরহুম শিক্ষক আলিমুল ইসলামকে লাঞ্চনাকারী দাদন ব্যবসায়ী ফারুক হোসেন এর বিচারের দাবিতে উপজেলার বিজোড়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের বাড়ীতে ছুটে যান এবং প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বিরল উপজেলা শাখার আহ্বায়ক আনিসুজ্জামান মিলন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বিরল উপজেলার শাখার আহ্বায়ক জাকির হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সদস্য সচিব এনায়েতুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শামীমুর রহমান শামীম, বিজোড়া স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক/অধ্যক্ষ মোস্তফা কামাল বকুল, বহবলদিঘী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ সরকার প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় মরহুম শিক্ষক আলিমুল ইসলাম এর সহধর্মীনি, ২ ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শিক্ষক নেতৃবৃন্দ ৭২ ঘন্টার মধ্যে দাদন ব্যবসায়ী ফারুক আত্মসমর্পন না করলে আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com