1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সদরে নাশকতার অভিযোগে আওয়ামীলীগের দুই কর্মী আটক রাজশাহী-১ আসনে শরিফ উদ্দিনকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর মোহনপুর উপজেলার শ্যামপুর হাট এ আগুনে দোকান পুড়ে ছাই। চট্টগ্রাম পটিয়ার “অন্তরঙ্গ “ক্লাবের উপদেষ্টা পরিষদ গঠিত সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন কমলনগরে দেশকে অশান্ত করার অভিযোগে ৮ টি বাস এবং ১০ টি মাইক্রোবাস ভর্তি লোকজন ছাত্র-জনতার কাছে আটক জয়নগর গ্রামে জমি জমার জের ধরিয়া মারামারি, ২ জন হাসপাতালে ভর্তি রাবি অধ্যাপক সাহালের বিরুদ্ধে প্রকাশনা জালিয়াতির অভিযোগ সহকর্মীর জাজিরায় নজরুল হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

দীঘিনালায় দ্বাদশ সংসদ নির্বাচনী মতবিনিময় সভা

বিমল পাল
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে রির্টানিং কর্মকর্তাদের সাথে উপজেলার জনপ্রতিনিধিগণের মতবিনিময় সভা করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর ) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার), জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: কাশেম প্রমূখ।
আলোচনাসভায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আশা করছি সকলের আন্তরিকতা ও সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আশা করি স্থানীয় রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নের্তৃবৃন্দের আন্তরিক সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ইউপি সদস্য মো: হেলাল উদ্দিন প্রমূখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাহেনসা লতিফুর খায়ের, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসনাত খান, অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল হক,দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাংবাদিক মো: জাকির হোসেন, সাংবদিক মো: সোহেল রানাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com