খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বিদ্যুৎ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গতকাল দীঘিনালা কলেজ গেটের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। দীঘিনালা উপজেলার সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, উপজেলার বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের একটি অংশ এবং সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের কিছু কর্মকর্তা দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতিতে লিপ্ত রয়েছেন। এছাড়াও মিটার চেক না করেই বিদ্যুৎ বিল তৈরি করার গুরুতর অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বিশ্বর বিরুদ্ধে। এতে গ্রাহকদের অতিরিক্ত বিল গুনতে হচ্ছে এবং ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, যেখানে জনগণের স্বার্থে বিদ্যুৎ প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে গুটিকয়েক ব্যক্তি নিজেদের স্বার্থে জনগণের সঙ্গে প্রতারণা করছেন।