মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঞ্চল্যকর আবুল কাশেম হত্যা মামলায় দীর্ঘ ২৩ বছর পর আদালত রায় ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মোঃ আলমগীর এ রায় প্রদান করেন।রায়ে ১০ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নাসিরুল্লাহ নাসির , মোশাররফ হোসেন, রিপন মিয়া, রাজ্জাক, আক্কাস আলী, দেলোয়ার হোসেন, শাহ আলম, আলম, হবি ও শফিকুল ইসলাম শফিক একই মামলায় ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।২০০২ সালের ৭ জুন গজারিয়ার চরবাউশিয়া গ্রামে আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের ভাই রিপন মিয়া গজারিয়া থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। পরে সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে ২৩ বছর পর এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হলো।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরিফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। আদালতের এই রায়ে নিহতের পরিবার স্বস্তি প্রকাশ করেছেন।