পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদের অফিস সহায়ক এর দায়িত্বে গাফিলতি ও একাধিক অভিযোগের কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম মোঃ মিজানুর রহমান। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ দুমকি গ্রামের তালুকদার বাড়ির বাসিন্দা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ৩০ জুন ২০২৫ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। উপজেলা পরিষদ সূত্র জানায়, ২০১১ সালে চাকরিতে যোগ দেওয়ার পর থেকে মিজানুর রহমান নিয়মিত অফিসে অনুপস্থিত থাকেন। ২০২০ সালে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। এরপরও তার বিরুদ্ধে অভিযোগের শেষ হয়নি। স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, মিজানুর রহমান কর্তৃপক্ষকে না জানিয়ে ‘গোপনে’ ছুটি নিতেন। কখনও মোবাইল ফোন বন্ধ রেখে হঠাৎ নিখোঁজ হয়ে যেতেন। এ ছাড়া আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। উপজেলা পরিষদ একাধিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা পরিষদ কর্মচারী (চাকরি) বিধিমালা অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাকে ভবিষ্যতে উপজেলা পরিষদের কোনো পদে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘আমি এখনো অফিসিয়ালি কোনো চিঠি পাইনি। তবে জেনেছি আমাকে অফিসে যেতে নিষেধ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, “নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।