পটুয়াখালীর দুমকিতে পল্লী সেবা সংঘ (পিএসএস) কর্তৃক আয়োজিত আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাড়ির আঙ্গিনা ও পতিত জমিতে কৃষি চাষ সম্প্রসারণের লক্ষ্যে দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫০ জন কৃষাণীকে কৃষি চাষ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান শেষে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় পল্লী সেবা সংঘ (পিএসএস) অডিটরিয়াম রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লী সেবা সংঘ(পিএসএস) এর নির্বাহী পরিচালক মোঃ হোসাইন আহমাদ (কবির হাওলাদার) প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরুণ কুমার হাওলাদার ও মোসাঃ কুলসুম আক্তার। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন পল্লী সেবা সংঘ (পিএসএস) এর মুক্ত কর্মচারীবৃন্দ।