পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত বিষয় পূর্বে শত্রুতার জের ধরে মহিলাসহ দু’জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।গত শনিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ হামলা সহিংসতার ঘটনাটি ঘটেছে। স্বজনরা তাদের কে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেএঘটনায় ওইদিন রাতেই দুমকি থানায় প্রতিপক্ষের লিটন হাওলাদার ও সুমন হাওলাদারসহ চারজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযোগ সূত্রে জানাযায়, লেবুখালী ৪নং ওয়ার্ডের মৃত আঃ গণি হাওলাদারের ছেলে মতি হাওলাদার গংদের সাথে একই বাড়ির বাসিন্দা মজিদ হাওলাদারের জমিজমা সংক্রান্ত বিষয় পূর্বে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে নিজ ভোগদখলীয় পুকুরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষের মজিদ হাওলাদারের ছেলে লিটন হাওলাদার ও সুমন হাওলাদারসহ ৫/৬জন নারী-পুরুষ মিলে বাঁধা দেয় ও এলোপাথারী পিটিয়ে, সাহিদা বেগম (৫০) ও শুভ হাওলাদার (৩৫) কে জখম করে। প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। পড়ে স্বজনরা আহত মা ও ছেলেকে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।প্রতিপক্ষের লিটন হাওলাদারের অভিযোগ, জমিজমা নিয়ে আদালতে তাদের মামলা চলমান আছে। বিরোধীয় সম্পত্তির পুকুর জোড়পূর্বক ভোগদখল করার চেষ্টা চালালে প্রতিপক্ষকে বাঁধা দিতে গেলে উল্টো তারা তাদের ওপর হামলা করে। এতে দু’পক্ষের হাতাহাতি ঠেলাঠেলির ঘটনা ঘটেছে। কাউকে জখম করা হয়নি।দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।