1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশে ইসলামের পতকা উড্ডিন করার জন্য জনগণ প্রস্তুত হয়ে আছে: জামায়াত নেতা এ্যাড. মুয়াযযম হোসেন হেলাল চাঁপাইনবাবগঞ্জে পুরাতন স্টেডিয়ামটি ইট ভাটাই পরিণত হয়েছে খুলনায় ‘ই-পার্টিসিপেশন নাগরিক সংগঠনসমূহের করণীয় “শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন স্টেডিয়ামের মাঠ খুঁড়ে বাণিজ্য মেলা, ৩ মাস ধরে বন্ধ অনুশীলন-খেলাধুলা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: বাহুবলে সাংবাদিকদের মানববন্ধন মাদারগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে বরিশালের মুলাদীতে মানববন্ধন নেত্রকোণায় আন্তর্জাতিক উশু-কুংফু দিবস পালিত

দুমকিতে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

‎মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামলা আবাসন থেকে ডাকাতিয়া খাল গোড়া দদভায়া তালুকদার বাজার মাটির রাস্তাটি পাকাকরণ করনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীসহ পার্শ্ববর্তী ইউনিয়নের জনসাধারণ।শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় তালুকদার বাজার রাস্তার উপরে উক্ত মানববন্ধন কর্মসূচি দক্ষিণ সালামপুর মঈনুল উলুম কওমী মাদ্রাসার পরিচালক মাওলানা ইউসুফ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় এলাকাবাসীর মধ্য থেকে বক্তব্য রাখেন, জামলা নিবাসী মোঃ আমিনুল ইসলাম শাহিন খান, উত্তর শ্রীরামপুর নিবাসী মোঃ জাকির হোসেন হাওলাদার, জামলার মোঃ গোলাম কিবরিয়া, সাংবাদিক প্রকৌশলী কামাল হোসেন, তালুকদার বাজার ব্যবসায়ী জাহিদুল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খন্দকার মিজানুর রহমান, দক্ষিণ শ্রীরামপুর নিবাসী মনিরুল ইসলাম শুক্কুর , সোহাগ খান, রবিউল ইসলাম আব্বাস পাশ্ববর্তী মৌকরন ইউনিয়নের বাসিন্দা খলিলুর রহমান, মুরাদিয়া ইউনিয়নের লিটন ভুঁইয়া প্রমুখ। মানববন্ধনে বক্তাগন বলেন, দুমকি উপজেলাধীন শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামলা আবাসন থেকে তালুকদার বাজার হয়ে দক্ষিনে ডাকাতিয়া খাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কাঁচা রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় পঞ্চাশ বছর পূর্বে রাস্তাটির নির্মাণ করার পর থেকে এখন পর্যন্ত পাকাকরণ তো দূরের কথা মেরামতের কাজও হয়নি। বর্ষার মৌসুমে রাস্তাটিতে বৃষ্টির পানি জমে কাঁদা এবং খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে যায়। বিগত সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও জন প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও অজানা কারণে রাস্তাটি পাকাকরণ হয়নি। ‎ ‎অথচ এই রাস্তা দিয়ে ৪ টি ইউনিয়নের সহস্রাধিক জনসাধারণ প্রতিদিন উপজেলা শহর দুমকি ও জেলা শহর পটুয়াখালীতে যাতায়াত করে। এছাড়াও এই রাস্তা দিয়ে তালুকদার বাজার ও কলবাড়ি বাজারের ব্যবসায়ীদের মালামাল ও চার ইউনিয়নের জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ নির্মাণ সামগ্রী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাটি দিয়ে ১০/১৫ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদসহ এলাকাবাসীর চলাচলের একমাত্র মাধ্যম। অসুস্থ ও মুমুর্ষ রোগীদের জরুরি ভিত্তিতে যাতায়াত অনিশ্চিত হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকাকরণের জন্য উপজেলা প্রশাসন, এলজিইডি, জেলা প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান। ‎ ‎এসময় এলাকাবাসীসহ পার্শ্ববর্তী মৌকরন, মুরাদিয়া, লেবুখালী ও লাউকাঠী ইউনিয়নের জনসাধারণ উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com