পটুয়াখালীর দুমকিতে অপারেশন ডেবিলহান্টে অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ মোল্লা (৬০) মোঃ নুরুল ইসলাম হাওলাদার (৬৬) কে আটক করেছে পুলিশ। আবু ইউসুফ মোল্লাকে শনিবার বেলা ১২টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এবং নুরুল ইসলাম হাওলাদার কে শনিবার রাতে চরগরবদী (বগা) ফেরিঘাট থেকে আটক করা হয়।
আটককৃত আবু ইউসুফ মোল্লা উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর মুরাদিয়া গ্রামের মৃত আব্দুল মোতালেব মোল্লার ছেলে এবং মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আ’লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য। মোঃ নুরুল ইসলাম হাওলাদার মুরাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরগরবদী গ্রামের মৃত জয়দর আলী হাওলাদারের ছেলে এবং মুরাদিয়া ইউনিয়ন আ’লীগের আহবায়ক কমিটির সদস্য। তাদেরকে ২০২২ সালে উপজেলা বিএনপি কার্যালয়ের ভাঙচুর মামলায় আটক দেখানো হয়।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন জানান, অপারেশন ডেবিলহান্টে আটক দুই আসামিকে পূর্বে দায়ের করা বিএনপি অফিস ভাঙচুর সংক্রান্ত মামলায় আটক করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়।