দুমকীতে ভুল রিপোর্ট দেয়ার অভিযোগ উঠেছে নিউ লাইফ ডিজিটাল মেডিকেল সার্ভিসেস নামক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। এ বিষয়ে ২২ গত জুলাই (মঙ্গলবার) দুমকী গ্রামের ভুক্তভোগীর আত্মীয় সখিনা আক্তার নামে এক নারী পটুয়াখালী সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে গত ১৭ জুলাই তাঁর নাতনি নাফিজা আক্তার অসুস্থ হলে চিকিৎসকের স্মরনাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসক A.S.O titre টেস্ট করাতে বললে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করানো হয়। উক্ত টেস্টের নরমাল ভ্যালু ২০০ থাকার কথা। কিন্তু টেস্ট ভ্যালু রিপোর্ট ৬০০ আসে। রিপোর্ট অনুযায়ী চিকিৎসা না নিয়ে ভুক্তভোগী পটুয়াখালীতে সহকারী অধ্যাপক ডাঃ জিয়াউল করিমের স্মরনাপন্ন হয়ে ২০ জুলাই পানামা ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় টেস্ট করান। উক্ত রিপোর্টে তার নরমাল ভ্যালু ২০০ এসেছে।
অভিযোগকারীর দাবি এভাবে ভুল ডায়াগনোসিসে চিকিৎসা নিলে রোগী বিকলাঙ্গ বা মারা যেতে পারতেন। ভুক্তভোগী টেস্টের ভুল রিপোর্ট নিয়ে ডাঃ জি, এম এনামুল হকের কাছে গেলে তিনি রিপোর্ট নিয়ে বাড়াবাড়ি করলে পরবর্তী সরকারি সেবা না দেয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন। তিনি ভুল রিপোর্ট প্রদানকারী নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
ডাঃ জি, এম এনামুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বিষয়ে আনীন অভিযোগ সত্য নয়।তিনি ভুক্তভোগীর সাথে কোন খারাপ আচরণ করেননি। নিউলাইফ ডায়গনস্টিক এর পরিচালক তিনি নন। ওই প্রতিষ্ঠানের পরিচালক ডা. সাগর।
পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া জানান, তাঁর কার্যালয়ে অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে।