1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ লালমনিহাটে মানববন্ধন করেছে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরার মহম্মাদপুরে নারী কর্মীকে ধর্ষণ করেছে হোটেল মালিক হারুন কুড়িগ্রামে যাএাপুর নৌকা ঘাটে অতিরিক্ত অর্থ আদায়, বন্ধের দাবিতে চরবাসীর মানববন্ধন মাগুরার শালিখায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়া-নাটোর মহাসড়কে ভটভটি উল্টে চালক নিহত ক্যান্সারে আক্রান্ত হয়ে ইবনেসিনা ডায়াগনস্টিকের মালিক আশরাফুল আলমের মৃত্যু নিখোঁজের ৩দিন পর নাইক্ষ্যংছড়ির বিবিশন বড়ুয়ার লাশ মিললো খালে ফরিদপুরে ‌‌বৈষম্য বিরোধী ‌ছাত্র আন্দোলনের ‌বিক্ষোভ মিছিল মির্জাপুরে একশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক এক

দুমকীতে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর কাজ, অফিস সহকারীকে দিয়ে করানোর অভিযোগ

‎মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীকে দায়িত্বভার না দিয়ে অফিস সহকারীকে দিয়ে প্রধান সহকারীর কাজ করানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন এর বিরুদ্ধে।২০১৬ সালের ১৫ মে পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ মো. সেলিম মিয়া স্বাক্ষরিত এক পত্রাদেশে প্রধান সহকারী মোঃ মোস্তাফিজুর রহমানকে প্রেষণে পটুয়াখালী মেডিকেল কলেজে বদলি করায় দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী দিলরুবা আক্তারকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। ২০২৪ সালের ১৮ জুলাই বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালক ( স্বাস্থ্য)  এর কার্যালয়ের এক পত্রাদেশে প্রধান সহকারী মো. মোস্তাফিজুর রহমানের প্রেষণাদেশ বাতিল করে। ওই পত্রের আলোকে মোস্তাফিজুর রহমান গত বছরের ২৭ জুলাই দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী হিসেবে যোগদান করেন। কর্মস্থলে যোগদানের পর অদ্যবধি তাঁকে দায়িত্ব দেয়া হয়নি।  এ বিষয়ে প্রধান সহকারী দায়িত্বভার বুঝে পেতে সিভিল সার্জন বরাবর লিখিত দিয়েছেন। যদিও উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা বিষয়টি অন্যদিকে নেয়ার চেষ্টা করেন। তাঁকে( প্রধান সহকারী) কেন দায়িত্বভার দেয়া হয়নি এমন প্রশ্নের জবাবে বলেন, সে তো( প্রধান সহকারী)  তাঁর দায়িত্বেই আছেন। প্রধান সহকারী যোগদানকালে একটি মুচলেকা পত্র এ প্রতিবেদকের কাছে রয়েছে।  ওই মুচলেকা পত্রে লেখা রয়েছে ” কতৃপক্ষ আমার উপর যে দায়িত্ব দিবে আমি উহার বাহিরে দায়িত্ব পালন করার  জন্য কোন আগ্রহ থাকিবে না। এ ব্যাপারে কতৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত হইবে।

‎এদিকে প্রধান সহকারীর দায়িত্বে থাকা অফিস সহকারী দিলরুবা আক্তারের সাথে আলাপকালে প্রধান সহকারীর দায়িত্বে থাকার বিষয়টি প্রথমত স্বীকার করলেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অস্বীকার করেন। মোবাইলে ধারনকৃত  ৯ মিনিট ১৫ সেকেন্ডের এক অডিও ক্লিপে এ প্রতিবেদকের সাথে কর্মকর্তাকে বলতে শোনাগেছে তিনি( মুস্তাফিজ) কাজ ভালো বুঝেন না। হিসাব সংক্রান্ত  ও কিছু গুরুপূর্ণ কাজ তাঁকে( দিলরুবা আক্তার) দিয়ে করানো হয়।তিনি( অফিস সহকারী)  দীর্ঘ ২২ বছর ধরে একই কর্মস্থলে কর্মরত। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও একই মেয়াদে কর্মরত।

যদিও হিসাব সংক্রান্ত কাজ প্রধান সহকারীরই করার কথা।  এ বিষয়ে প্রধান সহকারী মোস্তাফিজুর রহমান ৬ মিনিট ৫৩ সেকেন্ডের এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, তাঁকে দায়িত্বভার বুঝিয়ে দেয়া হয়নি। তিনি দায়িত্বভার বুঝে পেতে পূর্ববর্তী সিভিল সার্জনের নিকট আবেদনও করেও কাজ হয়নি। অদ্যবধি তিনি দায়িত্বভার পাননি। কাজ বুঝেননা কর্মকর্তার এমন মন্তব্যের প্রতিবাদে তিনি জানান, কথাটি সঠিক না। প্রেষণে বদলির আগে তিনি অত্র কার্যালয়ে সঠিকভাবেই কাজ করেছেন। কোন কর্মচারী বলতে পারবেননা তিনি কাজ বুঝেন না।

‎স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, অফিস সহকারী দিলরুবা  আক্তার কর্মকর্তাকে ম্যানেজ করে পরিস্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিচ্ছদের বরাদ্দের  বিভিন্ন বিল ভাউচারে অনিয়ম করে যাচ্ছেন।

‎এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন জানান, প্রধান সহকারী তাঁর দায়িত্ব পালন করছেন। তিনি হিসাব সংক্রান্ত কিছু কাজ অফিস সহকারীকে দিয়ে করাচ্ছেন। প্রধান সহকারী থাকতে অফিস সহকারী দিয়ে করানো যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন অফিসের প্রধান হিসেবে তিনি তাঁর পছন্দের ব্যক্তিকে দিয়ে কাজ করাতে পারেন।

‎দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কিমিটির সভাপতি আবুজর মো. ইজাজুল হক বলেন,বিষয়টি তাঁর জানা নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

‎এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া জানান, বিষয়টি তাঁর জানা নেই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com