নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ উপজেলার সোমেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করা হচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে দুজন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের মধ্যে একজনকে ৪ (চার) দিনের এবং অন্যজনকে ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।