নেত্রকোনার দুর্গাপুরে এক রাতেই পল্লী বিদ্যুৎ এর ২ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে উপজেলার সদর ইউনিয়ন এর মধ্যম বাগান এলাকায় এই চুরির ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকালে এলাকাবাসী বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের ভাঙা অংশ দেখে চুরির বিষয়টি জানতে পারেন। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম ও পল্লী বিদ্যুৎ দুর্গাপুর জোন অফিসে জানালে তৎক্ষণাৎ ইউপি চেয়ারম্যান চুরির ঘটনাস্থল পরিদর্শন করেন। এই চুরির ঘটনায় স্থানীয় কৃষক ও শিক্ষার্থীরা দুর্ভোগে পরেছে বলে যানাজায়।
চুরির বিষয়টি নিয়ে শিক্ষক মাহবুব আলম জানান, সংঘবদ্ধ চোর চক্র ওই এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মারের খোলস রেখে ভেতরের দামি তামার তার ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এমন চুরির ঘটনা আমরা এই প্রথম দেখেছি, আমাদের এলাকায় এটি বিরল। ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়টি অত্যন্ত দুঃখ জনক, এসব চুরি ঠেকাতে হলে আমাদের আরো বেশি সচেতন হতে হবে পাশাপাশি প্রশাসনকেও চুরির বিষয়ে আরো বেশি নজরদারি বাড়াতে হবে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন বলেন,ট্রান্সফরমার চুরির খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং জরুরী ভাবে ঐ এলাকায় নতুন ট্রান্সফরর্মার সরবরাহ করে প্রাথমিক সমস্যার সমাধান করার জন্য কাজ চলমান। এখন প্রায়ই চুরির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ১৭টি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে তাই চুরি রোধ করতে সবাইকে সচেতন থাকতে হবে।