1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু কলাপাড়ায় স্বাস্থ্যসেবায় নতুন প্রাণ, যোগ দিয়েছেন পাঁচ চিকিৎসক কলাপাড়ায় ডেঙ্গু রোধে ময়লার ভাগারে নেমে অভিযান চালালেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক প্রয়োজনীয় সংস্কারের মধ্যেই নির্বাচনের কাজে মনোযোগ দিতে হবে ; আবদুল মান্নান সান্তাহার স্টেশনে ট্রেনে দুই স্কুলব্যাগে ১০ কেজি গাঁজা, তিন নারী যাত্রী ধরা পলাশবাড়ীতে বাসের হেল্পারের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু সান্তাহারে দেশ সাজাই সংগঠনের উদ্যোগে পৌর শহরে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন সাঘাটায় অবৈধ কয়লা কারখানায় অভিযানে আটক ২… জনবল সংকটে বন্ধো আছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘাটাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বনজ ফলজ গাছের চারা বিতরণ

দুর্গাপুরে জাতীয় দিবসেও জাতীয় পতাকা উত্তোলন হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন হয়নি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। একই চিত্র দেখা গেছে ডাকঘর (পোস্ট অফিস) ও দুর্গাপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয়ে।

১৭ মার্চ রবিবার ১১ টা ২২ মিনিটে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ দৃশ্য দেখা যায়। জাতীয় পতাকা উত্তোলন না হওয়ার বিষয়ে সংবাদ প্রকাশের জন্য প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলতে চাইলে তারা বিষয়টি জেনে তাৎক্ষনিক কেউ কেউ পতাকা উত্তোলন করেন। আবার কেউ করেনি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,ফাঁকা পড়ে আছে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পতাকা টাঙ্গানোর নির্দিষ্ট স্থানটি। ১৭ই মার্চের এই দিনে একই ঘটনা দুর্গাপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। তালা বদ্ধ হয়ে আছে দুর্গাপুর ডাকঘর (পোস্ট অফিস)। সেখানেও টানানো হয়নি জাতীয় পতাকা।

সচেতন মহলের বলেন,প্রশাসন থেকে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে নির্দেশনা সহ তদারকি করা উচিত বলে মনে করেন।

এ নিয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোছাঃ জেবুন্নেছা সাংবাদিকদের বলেন, আমাদের প্রতি কোন নির্দেশনা ছিল না। তারপরেও যদি জাতীয় পতাকা উত্তোলন না হয়ে থাকে তাহলে আমি বলে দিচ্ছি উত্তোলনের জন্য।

দুর্গাপুর সহকারী প্রকৌশলীর কার্যালয় (জনস্বাস্থ্য) দপ্তর প্রধানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ কল করেননি।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান বলেন,বিষয়টি জানা নেই। আমি খোঁজ নিচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com