1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে টাস্কফোর্সের অভিযানে ১৯ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে টাস্কফোর্সের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা ২৯৬ বস্তা ভারতীয় চিনি ও অনুমোদনহীন কসমেটিক জব্দ করেছে । যার সর্বমোট বাজার মূল্য ১৯ লাখ ১৫ হাজার টাকা।

শুক্রবার (২৮ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। দুর্গাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে

অন্যান্যদের মধ্যে ছিলেন বিজয়পুর বিওপির সুবেদার নুর-মোহাম্মদ ও দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরীফসহ বিজিবি ও পুলিশের আরো সদস্যরা।

এ বিষয়ে তথ্য নিশ্চিত করে দুর্গাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এবং বড়ইকান্দি এলাকায় অবৈধভাবে আনা ভারতীয় ২৯৬ বস্তা চিনি জব্দ করা সহ দুই বস্তা অনুমোদনহীন,নিম্নমানের এবং আমদানিকারকের ট্যাগবিহীন ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য সর্বমোট ১৯ লাখ ১৫ হাজার টাকা।

তিনি সাংবাদিকদের আরো জানান জব্দকৃত মালামাল পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য বিজিবি হেফাজতে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com