মৌলভীবাজার পৌরসভার অধিনে থাকা ড্রেনেজ গুলো পৌরসভার নিয়মিত পরিছন্ন কর্মি দিয়ে পরিস্কার করা হয়। তবে দোকান পাঠের সামনের ড্রেন গুলোর দূৃরগন্ধময় ময়লা গুলো দোকানের সামনে রাস্তার পাশেই রেখে দেওয়া হয়। এতে করে যেমন রাস্তার পাশে চলাচলে সাময়িক অসুবিধা তৈরি হয়।
তার পাশাপাশি দূরগন্ধময় ময়লার কারণে পরিবেশের এবং পথচারীদের নানান অসুবিধার সৃষ্টি হয়। যার ফলে হতে পারে নানান রোগের সৃষ্টি। উলেখ্য ময়লা দোকানের সামনে রেখে দেয়া হয়(বকশিস)অতিরিক্ত টাকা না দিলে পরিছন্ন কর্মিদের। তাই অনেকে উপায় না পেয়ে দোকানিরা অতিরিক্ত টাকা দিলে সেই ময়লাই ওরা দূরে নিয়ে রাখে। এ যেন দেখার কেউ নেই। অথচ এই ময়লা গুলো তাৎক্ষণিক দূরে রাখা শ্রেয়।