দেবিদ্বারের উন্নয়ন ও গোমতীর ভূমিদস্যুরোধ নিয়ে কখনোই কোনো নেতার মাথাব্যাথা ছিলো না শুধুমাত্র দেবিদ্বারের চার চার বারের সাবেক এমপি ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী ছাড়া। যারাই বিগত সময়ে ক্ষমতায় এসেছেন, শুধুমাত্র দেবিদ্বারকে লুটেপুটে খেয়েই গেছেন কিন্তু কখনোই দেবিদ্বারের উন্নয়নের কথা ভাবেননি। দেবিদ্বারের ইঞ্চি ইঞ্চি মাটি আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর কথা বলে,উনার উন্নয়নের কথা বলে। উনার তৈরীকৃত স্কুল-কলেজ, মসজিদ মাদরাসা,ব্রিজ-কালভার্ট ও রাস্তাঘাট এর উপর এখনো সেই দেবিদ্বারটা দাড়িয়ে আছে।। তারই ধারাবাহিকতায় উনার সুযোগ্য সন্তান কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার Rezviul Ahsan Munshi ভাই দেবিদ্বারের মাটিখেকোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন শুধুমাত্র দেবিদ্বারের প্রাণ গোমতী নদীকে রক্ষা করার জন্য। যতক্ষণ না পর্যন্ত এই মাটিখেকোদের দমন করা যায় ততক্ষণ পর্যন্ত উনার এই অভিযান চলমান থাকবে।