ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকোট ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক হাজী নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। রবিবার (৩০ মার্চ) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের বলেন, “হাজী নুরুল ইসলাম ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।” তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ। বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, “তিনি শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না, বরং দেশের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে জাতি এক মহৎ ব্যক্তিকে হারালো।” বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন বলেন, “হাজী নুরুল ইসলাম সবসময় জনগণের পাশে ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।” মুক্তিযুদ্ধের পর তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে তার অবদান স্মরণ করে অনেকে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, তিনি নাসিরনগর উপজেলার ভলাকোট ইউনিয়নের ভলাকোট পশ্চিম পাড়ার বাসিন্দা ছিলেন। মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।