শোকাবহ জুলাই মাসে আবারও নেমে এলো শোকের ছায়া। নাটোরের বনপাড়ায় ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৮ জন যাত্রী। তাদের মধ্যে ৫ জনই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের ফরাজী পাড়ার বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনায় পুরো গ্রামে চলছে শোকের মাতম।
দুর্ঘটনাটি ঘটে বনপাড়া বাইপাসের তরমুজ পাম্পের পাশে, মঙ্গলবার সন্ধ্যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রোবাস দ্রুতগতিতে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা প্রাণ হারান।নিহতদের মধ্যে একই গ্রামের ৫ জন থাকায় ধর্মদহে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পুরো গ্রাম আজ স্তব্ধ। একসাথে এতগুলো প্রাণ হারিয়ে পরিবারগুলোর আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।
স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি এবং ওভারটেকের সময় অসাবধানতাকেই দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে।