হাওড়ে কৃষকদের সবচেয়ে বড় ফসল হচ্ছে বোরো ধানের আবাদ। বীজ তলা থেকে শুরু করে ধান রোপণ করা, তার পর থেকে দিন রাত পরিশ্রম করে, সোনার ফসলের বাম্পার ফলন দেখে আনন্দে মন ভরে যায় কৃষকদের। তাই বোরোধানের সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষানীরা সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, ধানকাটা, ধান মাড়াই, ধান শুকানো সহ মনোরম দৃশ্য। তবে বাম্পার ফলন ও ভালো দাম থাকাতে কৃষক লাভবান হবে বলে জানিয়েছেন তারা। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা চলতি বোরো মৌসুমে ধান কাটার উৎসবে মেতেছে হাওরের কৃষকেরা। অন্য বছরের তুলনায় এ বছর বেশি বোরো আবাদের হয়েছে ,ফলনও ভাাল হয়েছে বলে জানান কৃষকেরা। সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা উপজেলার কৃষকদের আয়ের উৎস হচ্ছে ধানচাষ। আর তার উপর নির্ভর করে চলে, বছরের খোরাক, সংসার ছেলে- মেয়ের পড়াশোনা, বিয়ে চিকিৎসা সহ আরো অনেক কিছু। ধর্মপাশার কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন, এবছর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওয়ে ২৫ হাজার ১৮০ হেক্টর এবং হাওরের বাইরে ৬ হাজার ৭৩০ হেক্টর সহ মোট ৩১ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। আর এখান থেকে ১ লাখ ৯৬ হাজার ২৫০ মেট্রিক টন ধান উৎপাদন হবে। যার সম্ভাব্য বাজার মূল্য ৫৫০ কোটি টাকা বলে জানান তিনি। তিনি আরো বলেন, ইতিমধ্যেই ৬০% ধান কর্তন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ১০ দিনের মধ্যে হাওরের বোরো ধান কর্তন শেষ হতে বাসে আশাবাদী।