সুনামগঞ্জের ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে গতকাল বুধবার বেলা ১১ঘটিকার সময় মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রদানকারী এপি, ওয়ার্ড ভিশন বাংলাদেশ ধর্মপাশার আয়োজনে কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা প্রদান, রেফারেল ও সংযোগ জোরদার করার জন্য সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সভায় স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বিধু ভূষন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর চন্দ্র সরকার। সমন্বয় সভায় ওয়ার্ড ভিশনের প্রগ্রোম অফিসার সুব্রত চাকমার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সর্বজনাব সাংবাদিক সেলিম আহম্মদ ও এনামুল হক, কমিউনিটি ক্লিনিকের সদস্য শাহ আলম, জিয়া উদ্দিন প্রমুখ।