1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন সংসদ নির্বাচনে ঝিনেদাহ-৪ (কালিগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। জনপ্রিয়সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ধানের শীষ বিজয়ী হলে ফেব্রুয়ারির১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক সংস্কারই প্রধান বাধা মাদারীপুরের-বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত মন্দিরভিত্তিক স্কুলের বই বিতরন অনুষ্ঠান ফরিদপুরে পুলিশের লুট হওয়া ৩ গ্রেনেড ও ৭১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-১০ ‎যোগেন্দ্রনাথ মন্ডলের স্বপ্ন বাস্তবায়ন ও এই অঞ্চলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমার, জহির উদ্দিন স্বপন জামায়াত সেক্রেটারি রেজাউল হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বাধা সেন্টমার্টিন ও টেকনাফে বিজিবির দুটি নতুন বিওপি উদ্বোধন হিজলায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে মতবিনিময় করলেন বিএনপি’র মনোনীত প্রার্থী রাজিব আহসান

ধ*র্ষ**ক পরিবারের হাম*লার শি**কার ধর্ষি**তার পরিবার, দৃষ্টা**ন্তমূলক দাবীতে বি**ক্ষোভ

মোঃ জুয়েল মিয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর (পাতারপাড়া) গ্রামে ধর্ষ**ণের ঘটনার পর এবার হা**মলার শি**কার হয়েছেন ওই ধর্ষি**তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে এ হাম**লার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা বি–ক্ষোভে ফেটে পড়ে এবং ধ**র্ষক ও হাম*লাকারীদের দৃষ্টা**ন্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৯ অক্টোবর) দুপুরে আলীনগর গ্রামের নির্জন একটি হলুদের ক্ষেতে ৭০ বছরের এক বৃদ্ধাকে হাত-মুখ বেঁধে ধ**র্ষণের অভি**যোগ ওঠে একই গ্রামের আকবর আলীর ছেলে আয়ুব আলী (৫০)-এর বি**রুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষো**ভের সৃষ্টি হয়।
এরপর মঙ্গলবার দুপুরে ধ**র্ষিতার ছেলে শফিকুলের স্ত্রী আফরোজা বেগম (২৫) কৃষি মাঠের দিকে যাচ্ছিলেন। সে সময় ধ**র্ষক আয়ুব আলীর ছেলে মিজান (২০) তাকে উস্কা**নিমূলক কথা বললে বাক**বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আয়ুব আলীর পরিবারের সদস্য শহিদুল (৩৫), তার স্ত্রী মনজুয়ারা বেগম, ধর্ষ**কের স্ত্রী মিনারা বেগম ও ছেলে মেহেদী হাসান (২২) মিলে আফরোজা বেগমকে টেনে-হিঁ**চড়ে তাদের বাড়ির ভিতরে নিয়ে মারধর করে এবং হাতে কা**মড় দেয়।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহত আফরোজাকে উ**দ্ধার করে। পরে উত্তেজিত এলাকাবাসী হাম**লাকারীদের বাড়ি ঘিরে ফেলে এবং আয়ুব আলীর পরিবারের পাঁচ সদস্যকে অব**রুদ্ধ করে রাখে। খবর পেয়ে সাদুল্লাপুরের ধাপেরহাট  পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সুপদ রায় ফোর্স সহ ঘট**নাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়**ন্ত্রণে আনে এবং হাম**লাকারী মিনারা বেগম, মিজানুর রহমান, মেহেদী হাসান, শহিদুল ও মন্জুয়ারা বেগমকে হেফাজতে নেয়।
এ সময় বি**ক্ষুব্ধ এলাকাবাসী ধ**র্ষক আয়ুব আলীর ফাঁসির দাবিতে ও হামলাকারীদের দৃষ্টা**ন্তমূলক শা**স্তির দাবীতে বি**ক্ষোভ মি**ছিল ও স্লো**গান দেয়। তারা বলেন, “একদিকে ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষ**ণ করে ন্যক্কারজনক অপরাধ করা হয়েছে, অন্যদিকে এখন ধ**র্ষকের পরিবার উল্টো ভুক্তভোগীর পরিবারের ওপর হাম**লা চালাচ্ছে—এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না।”
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, “ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হাম**লাকারীদের হেফাজতে নিয়েছে।  পাশাপাশি ধ**র্ষণ মাম**লাটিরও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইন অনুযায়ী দো**ষীদের বিরু**দ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর দুপুরে আলীনগর৷ (পাতারপাড়া) গ্রামের নির্জন ফাঁকা হলুদের জমিতে  ৭০ বছরের এক নারীকে হাত-মুখ বেঁধে জো**রপূর্বক ধর্ষ**ণ করে আয়ুব আলী। স্থানীয়রা রক্তা**ক্তচাইলে অবস্থায় তাকে উ**দ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থা আশ**ঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এ ঘটনায় পুরো আলিনগর সহ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও মানবাধিকার কর্মীরা দ্রুত ধ**র্ষক ও হামলাকারী পরিবারের সদস্যদের দৃষ্টা**ন্তমূলক শা**স্তির দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com