1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল মহানগর ১৫ নং ওয়ার্ড বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি ২০২৫ ইং উদ্বোধন রংপুর বিভাগের জামায়াতের প্রার্থী ঘোষনা নেছারাবাদ স্বরূপকাঠিতে কুকুরের সংখ্যা বৃদ্ধি: জনজীবনে উদ্বেগ যশোরের বাঘারপাড়ার মেয়ে ইশরার সাফল্য: টরন্টো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ নওগাঁর নিয়ামতপুরে এনসিপির নেতার জমি দখলের অভিযোগ নওগাঁতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবীতে অবস্থান রায়পুর সরকারি কলেজে ছাত্রদলের স্মারকলিপি প্রদান, শিক্ষার পরিবেশ ও অবকাঠামো উন্নয়নের ৮ দফা দাবি বরিশালে সেতুর রেলিং ভেঙ্গে খালে যাত্রীবাহী বাস টাঙ্গাইল বাঘিল বাস-সিএনজি’ সং*ঘ*’র্ষে মা-ছেলেসহ নি*’হ*’ত তিন

ধর্ষক মালেক কে এখনো গ্রেফতার করতে পারেনি।

মেহেদী হাসান রাসেল
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলায় পশ্চিম  লক্ষ্মীপুর পৌরসভার ১৫ না্ম্বার ওয়াডে রুবিনা আক্তা (৪৫) ধর্ষিত হয়।
গত ০৮/১২/২০২৪ ইং তারিখে সদর মডেল থানায় রুবিনা আক্তার   বাদি হয়ে একটি ধর্ষণ হওয়ার   অভিযোগদায়ের করেন পরবর্তীতে তদন্ত পুর্বক    ৯(১) ধারায় নারী ও শিশু নির্যাতন( আইন ২০০০ সংশোধিত ২০২০)  ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের মামলা রুজু হয় । মামলার অভিযুক্ত  হলেন  আবদুল মালেক পিতা মৃত আবদুল হক গ্রাম পশ্চিম লক্ষ্মীপুর জেলা সদর লক্ষ্মীপুর  বাদি রুবিনা আক্তার একই গ্রামের  পশ্চিম লক্ষীপুর গ্রামের পৌরসভা ১৫ ওয়ার্ডের মহব্বত আলীর বাসিন্দা।
 রুবিনা আক্তার বলেন আমার স্বামী আব্দুস শহিদ গতবছর ২০২৪ ইংরেজী সালে  রমজান মাসে  মৃত্যু বরন করেন।এক ছেলে কে নিয়ে জির্ন শ্বির্ন অবস্থায়  জীবন যাপন করছি,  ধার দেনা করে আমার ছেলেকে বিদেশ পাঠিয়েছি, রুবিনার এছেলে বিবাহিত, এক সন্তানের জনক। স্বামীর  মৃত্যুর পর থেকে আবদুল হকের ছেলে আবদুল মালেক বিভিন্ন সময়ে   কু প্রস্তাব করে আসছে,  সামাজিক  পারিবারিক  ও লোকচক্ষু লজ্জায় বিষয়টি  গোপন করে আসছি,  গত ১৩/০৯/২০২৪ ইং তারিখে আবদুল মালেকের বাড়ির  ছাদে  ধান শুকাতে গেলে নিরিবিলি পেয়ে  আমাকে তার ঘরে জোর করে উঠিয়ে নিয়ে  আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। যা আমি এযহারে উল্লেখ করেছি। আমি আমার এলাকায় গন্য মান্য  ব্যাক্তিদয় সহ নেতৃস্থানীয় লোকজন কে এ বিষয় টি নিয়ে নালিশ   করেছিলাম, আবদুল মালেক একজন দুষ্ট  ও প্রভাবশালী, যার কারনে তার মুখাপেক্ষী হয়ে বিচার করার মতে কেউ নাই বলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হলাম। এই বিষয়ে  লক্ষীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবদুল মুন্নাফ সাথে যেগাযোগ করলে তিনি মামলার রুজুর বিষয়টি  নিশ্চিত করেন  মামলার নাম্বার ১৩/ ৫১০   মামলার আয়ু এস আই ফজলুল হক সদর থানা লক্ষ্মীপুর দায়িত্ব পান,  আমাদের প্রতিনিধি অভিযুক্ত  মালেক মামলা রুজুর এতোদিন অতিবাহিত হওয়ার পরও কেন গ্রেপ্তার হচ্ছে না মামলার তদন্ত কর্মকর্তা এস আই ফজলুল হকের কাছে জানত চাইলে  তিনি জানান আমরা মামলার বিবাদী আবদুল মালেক কে গ্রেফতার করার জন্য  আপ্রাণ চেষ্টা করতেছি আমরা ওর সীম নাম্বার ট্রেকিং করছি কিন্তু ওর নাম্বার বন্ধ পেয়েছি।  খবর পেয়ে  বিভিন্ন জায়গায় অভিযান করছিলাম কিন্তু সে কিভাবে খবর পেয়ে পালিয়ে গেছে। তাকে আইনের আওয়াতায় আনার জন্য সবসময় অভিযান চালিয়ে যাচ্ছি আশা করি খুব দ্রুত তাকে গ্রেফতার করতে পারবো। মামলার ১ম সাক্ষী মো:তাকবির হোসেন বলেন আমি মামলার ১ম সাক্ষী হওয়াতে মালেক আমার বিরুদ্ধে  থানায়  চাঁদাবাজীর মিথ্যা  অভিযোগ করে । তাকবির জানান আবদুল মালেক বিভিন্ন সন্ত্রাসী  মহলের মাধ্যমে হয়রানি সহ হুমকি মামলা মেকাদ্দমার ভয় ভিতি প্রদর্শন করেন   আমি এখন নিরাপত্তা হীনতায় ভুকতেছি। এলাকায় বিষয় টি নিয়ে খোজ খবর নিয়ে জানা যায় মালেক একজন চরিত্র হীন লোক সে বিভিন্ন নারী কেলেঙ্কারির সঙ্গে বিভিন্ন সময় জড়িত। তাকে বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মে এলাকার কিছু  সংখ্যক অসাধু ব্যক্তি সাহায্য করতো বুদ্ধি পরামর্শ দিতো তাদের  ইন্ধনে মালেক বিভিন্ন সময় অপকর্ম করার সাহস পেতো এবং বিনিময়ে তার থেকে আর্থিক সুবিধা নিতো। সামাজিক ও নিরীহ জনগণ চায় মালেকের মত লোকের শাস্তি হোক। যদি সঠিক বিচার হয় তাহলে  সমাজে এরকম অশ্লিল  অপরাধ করার সাহস কেউ পাবে না।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com