আছিয়া ধর্ষণসহ দেশে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জয়পুরহাট জেলা মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে দুপুরে শহরের পাঁচুরমোড়ে জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সহসাধারণ সম্পাদক নাজমা খানম রূপালী, জেলা কৃষকদের আহবায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ অন্যান্যরা ।