1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডি-৩২ এ সাংবাদিক মিজানুর রহমানের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ ধর্মপুরে ৩৫ উর্দ্ধ খেলোয়াড়দের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া শীতের রোদে শুকোচ্ছে স্বপ্ন, কুমড়া বড়ি বানিয়ে ঘুরছে নন্দীগ্রামের নারীদের চাকা বগুড়ার শিবগঞ্জে তিন মন্দিরে ২০ লাখ টাকার সংস্কার কাজের উদ্বোধন করলেন ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম ভোলা–বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিন থানার সামনে বিক্ষোভ মনোনয়ন পরিবর্তনের দাবীতে উত্তাল ময়মনসিংহের ফুলপুর বাশার সমর্থকদের বিক্ষোভ শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক মিঠাপুকুরে জামায়াত প্রার্থী গোলাম রাব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন পিরোজপুরে সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা পাবে গনভোট হলেই

ধানমন্ডি-৩২ এ সাংবাদিক মিজানুর রহমানের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ

প্রেরক: মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার দৈনিক দেশ বুলেটিন :০০০৯১২৫
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় গত ১৮ নভেম্বর রাতে দৈনিক দেশ বুলেটিন-এর স্টাফ রিপোর্টার মো. মিজানুর রহমান পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান জানান, রাত ১০টার দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে পুলিশ তাকে ও তার বন্ধুকে আটক করে। পরে পুলিশ অফিসার ও উপস্থিত সাংবাদিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় দায়িত্বে থাকা একাধিক কনস্টেবল তাকে লাঠি ও ঘুষি মারেন বলে দাবি করেন তিনি।

মিজানুর রহমান বলেন, “তারা যখন আমাকে মারধর করছিল, আমি হতবাক হয়ে যাই। এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে পড়ি। ভয় এবং চাপের কারণে তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় তারা আমার মাথা ও শরীরের অন্যান্য অংশে লাঠি দিয়ে আঘাত করে।”
তিনি আরও জানান, সুযোগ পেয়ে একসময় তিনি দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসেন।

ঘটনার সময় তিনি পুলিশ ও উপস্থিত সাংবাদিকদের কাছে নিজের পরিচয়পত্রসহ সব ডকুমেন্ট দেখানোর অনুরোধ করেছিলেন বলে দাবি করেন। কিন্তু তার সে অনুরোধের কোনো গ্রহণযোগ্য উত্তর তিনি পাননি। কিন্তু তার আইকার্ড পুলিশি হেফাহতে আছে বলে জানা যায়।

মিজানুর রহমান জানান, তিনি দীর্ঘ দুই বছর ধরে দৈনিক দেশ বুলেটিন অনলাইন নিউজে কাজ করছেন। শুরুতে সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার পর বর্তমানে তিনি স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

তিনি ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ন্যায়বিচার দাবি করেছেন। পাশাপাশি কিছু কুচক্রী গণমাধ্যম মহল ও পুলিশ তার মান-সম্মান নষ্টের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন।

তিনি দেশবাসী ও সরকারের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com