সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ কে পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে ও সারাদেশে চাঁদাবাজি, ধর্ষণ, মাদক, খুন ও হত্যাসহ আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় নওগ..
রোববার (১৩ জুলাই) দুপুর একটার সময় উপজেলা ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকতের সভাপতিত্বে উপজেলা পরিষদ গেটের সামনে নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের উপর সম্প্রতি সারাদেশে ধর্ষণ, চাঁদাবাজি, মাদক, খুন, দূর্নীতি ও হত্যাসহ আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় এই কর্মসূচি পালন করে ছাত্র জনতা।
মানববন্ধনে উপস্থিত ছাত্র জনতা ‘চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইকে ফেরত দে, স্বাধীনতা এনেছি সংস্কার ও আনবো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ভিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। এরপর তারা উপজেলা গেট থেকে একটি শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ক্যান্টিনের সামনে এসে শেষ করেন।
এ সময় বক্তারা বলেন, ‘পাথর নিক্ষেপ করে ব্যবসায়ী লাল চাঁদকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা বাকরুদ্ধ হয়েছি। হারিয়ে ফেলেছি ভাষা। একটি পরিবারকে এতিম করেছে দুষ্কৃতকারীরা। এমন পাশবিক নির্যাতন ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।’ দল মত নির্বিশেষে সকলকে এই কর্মসূচিতে আসার আহ্বান জানান তিনি।
রিফাতুল হাসান চৌধুরী সৈকত বলেন, ‘আমাদের এ কর্মসূচি কোন দলের বিরুদ্ধে নয়। আমরা যে দলের কিংবা মতেরই হই না কেন, একজন মানুষ হিসেবে নিজের বিবেককে জাগ্রত করি। আসুন আপনি-আমি আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে এক হই। আমাদের দেশ, আমাদের এলাকাকে নিরাপদ রাখতে এখনই সবাই সোচ্চার হই।’
এসময় উপস্থিত ছিলেন, মেহেদী হাসান, আবু ছালেহ মুছা, আলমগীর হোসেন আরাফ, নুর আলম, আবু হাসান, আব্দুর রহমান, সোহেল রানা, জাহিদ হাসান, রবিউল ইসলাম, রিজু আহমেদ, সোহেল রানা, আব্দুলল্লাহ্, কাউছার হোসেন, মেহেদী হাসান, আবু ছালেহ মুছা, সোহেল রানা, আব্দুলল্লাহ্, আবিদ, তরিকুল ইসলাম, মাহমুদুল হাসান প্রমুখ।